দ্যা হান্ড্রেডের প্রথম আসরের পর্দা নেমেছে শনিবার রাতে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) আয়োজিত এই টুর্নামেন্টে প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছে সাউদার্ন ব্রেভ। ফাইনালে বার্মিংহাম ফনিক্সকে ৩২ রানে পরাজিত করেছে তারা।
লর্ডসে টসে হেরে ব্যাটিং করে নির্ধারিত ১০০ বলে ৫ উইকেটে ১৬৮ রান করে ব্রেভ। ওপেনার পল স্টার্লিং ৩৬ বলে ৬১ রান করেন। ১৯ বলে ৪৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন হোয়াইটলি। এছাড়া ২০ বলে ২৭ রান আসে আলেক্স ডেভিসের ব্যাট থেকে।
১৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০০ বলে ৫ উইকেটে ১৩৬ রান করতে পারে বার্মিংহাম। ফলে ৩২ রানে জয় পায় সাউদার্ন। বার্মিংহামের পক্ষে লিয়াম লিভিংস্টন ৪৬ ও মঈন আলী ৩৬ রান করেন।
ফাইনালের ম্যাচসেরার পুরস্কার জিতেছেন পল স্টার্লিং। টুর্নামেন্টসেরা হয়েছেন লিয়াম লিভিংস্টোন।
সূত্র: ক্রিকবাজ/ কালের কন্ঠ