সংযুক্ত আরব-আমিরাতে শুরু হচ্ছে স্থগিত থাকা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বাকী ম্যাচগুলো। পুরনো আসরে নতুন করে মাঠে নামতে গিয়ে বেশ বিপাকে পড়েছে মুস্তাফিজুর রহমানদের রাজস্থান রয়্যালস। একের পর এক ইংলিশ ক্রিকেটারকে হারাচ্ছে দলটি। বাকী ম্যাচবগুলোর জন্য তাই নতুন করে ক্রিকেটারদের দলে নিতে হচ্ছে রাজস্থান শিবিরকে।
রাজস্থানের হয়ে খেলা বেন স্টোকস ইতিমিধ্যে স্বেচ্ছায় কিছু দিনের জন্য ‘বিরতি’ নিয়েছেন। ক্রিকেটের বাইরে থাকা বেন স্টোকস স্বাভাবিক ভাবে আইপিএলের বাকী ম্যাচ গুলো খেলবেন না। তার সঙ্গে দলটি ইতমিধ্যে আরেক ইংলিশ তারকা ক্রিকেটার জোফ্রা আর্চারকে হারিয়েছে। ইনজুরিতে থাকা এই ক্রিকেটার খেলবেন না শুরু হতে যাওয়া আইপিএলের স্থগিত থাকা ম্যাচগুলো।
এরই মধ্যে আরেকটি বড় ধাক্কা খেলো দলটি। সংযুক্ত আরব-আমিরাতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাদের আরেক ইংলিশ ক্রিকেটার জস বাটলার। নতুন সন্তান পৃথিবীতে আগমনের অপেক্ষায় আছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন বাটলার। যার কারণে এবার আর রাজস্থানের হয়ে মাঠে নামা হচ্ছে না।
বাটলারের না আসার বিষয়টি রাজস্থান টুইট করে নিশ্চিত করেছে। তারা জানিয়েছেন, বাটলার দ্বিতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন। এই সময়টা তিনি স্ত্রীর পাশেই থাকবেন। তার বদলী হিসেবে দলটি দলে ভিড়িয়েছে নিউজিল্যান্ডের ক্রিকেটার গ্লেন ফিলিপসকে। কিউদের হয়ে এই ব্যাটসম্যান ইতিমধ্যে ২৫টি টি-২০ ম্যাচ খেলেছেন।
সূত্রঃ এসএনপি স্পোর্টস