নিয়মিত খেলা দেখার সুযোগে ক্রিকেটের প্রায় সবগুলো নিয়মই ক্রিকেটপ্রেমীদের মুখস্ত। এর বাইরেও কিছু নিয়ম আছে, যেগুলো ব্যবহারের অভাবে কিংবা দৃশ্যমান না হওয়ার কারণে অজানা থেকে যায়। জেনে নিতে পারেন সেরকম কিছু ক্রিকেটীয় আইন।
অবজেক্ট হিটিং রুল : এই নিয়ম অনুসারে, যদি কখনও বল স্টেডিয়ামের ছাদ, স্পাইডার ক্যাম কিংবা অন্য যে কোনো বস্তুতে আঘাত করে, তাহলে সেটা 'ডেড বল' হিসেবে বিবেচিত হবে। এমনকী নিশ্চিত ক্যাচ হলেও সেটা গণ্য করা হবে না।
শ্যাডো রুল : ক্রিকেট খেলার এই নিয়ম অনুসারে যদি কেউ উইকেটের কাছাকাছি ফিল্ডিং করেন এবং তার ছায়া যদি ক্রিজের উপর এসে পড়ে, তাহলে তাকে অবশ্যই সাবধান হতে হবে। কারণ, ব্যাটসম্যান শট না খেলা পর্যন্ত তিনি বিন্দুমাত্র নড়াচড়া করতে পারবেন না। কারণ ক্রিজের উপর তার ছায়া লড়লে ব্যাটসম্যানের শট খেলতে সমস্যা হতে পারে।
তিন মিনিটের নিয়ম : একজন ব্যাটসম্যান ড্রেসিংরুম থেকে ক্রিজে আসার জন্য মাত্র ৩ মিনিট হাতে সময় পান। তার মধ্যে তিনি যদি উপস্থিত না হতে পারেন, সেক্ষেত্রে ওই ব্যাটসম্যানকে 'রিটায়ার্ড হার্ট' বলে গণ্য করা হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে এই নিয়ম কিছুটা সহজও করা হয়। যদি বোলার হ্যাটট্রিক বল করার জন্য প্রস্তুত হন, সেক্ষেত্রে কিছুটা ছাড় পাওয়া যেতে পারে। তবে ব্যাটসম্যানকে সেক্ষেত্রে যে নতুন সময় দেওয়া হবে, তার মধ্যেই ওই ব্যাটসম্যানকে উপস্থিত হতে হবে।
কল ব্যাক : কখনও আম্পায়ার আউট দেওয়ার পর বিপক্ষ দলের অধিনায়ক এই ব্যাপারে আলোচনা করতে পারেন। আম্পায়ারকে নিজের সিদ্ধান্ত প্রত্যাহারের আবেদন জানাতে পারেন। তবে কিছু বিশেষ ক্ষেত্রেই এই নিয়ম কার্যকর হয়। যদি রান নেওয়ার সময় ফিল্ডারের সঙ্গে ব্যাটসম্যানের ধাক্কাধাক্কি হয় এবং ব্যাটসম্যান মাটিতে পড়ে যান, সেক্ষেত্রে করা এমনটা হতে পারে।
লং স্টপ ফিল্ডিং পজিশন : আজও অনেকের কাছে এই লংস্টপ ফিল্ডিং পজিশন অজানা। এই নিয়ম অনুসারে উইকেটকিপারের একেবারে পিছনে বাউন্ডারি লাইনে একজন ফিল্ডারকে দাঁড় করানো যেতে পারে। বিশেষ করে গত কয়েক বছরে টি-টোয়েন্টি ক্রিকেটের উন্মেষে এই নিয়মের ব্যবহার বেড়েছে। সম্প্রতি টি-টোয়েন্টি ক্রিকেটে অনেক অধিনায়কই এই ফাঁকা জায়গাটায় একজন করে ফিল্ডার রেখে দেন। তবে ওয়ানডে এবং টেস্ট ক্রিকেটে এমন জায়গা কখনই ফিল্ডার রাখা হয় না।
হাত দিয়ে বল আটকানো : বোলারের কোনো ডেলিভারি একবার ব্যাটে লাগার পর সেটা যদি উইকেটের দিকে এগিয়ে যায়, সেক্ষেত্রে ব্যাটসম্যান হাতের বাহু কিংবা ব্যাট দিয়ে সেই বলটাকে কখনই আটকাতে পারবে না। যদি ব্যাটসম্যান তেমনটা করেন, সেক্ষেত্রে তাকে আউট দেওয়া হবে।
পেনাল্টি রুল : যদি উইকেটকিপার তার হেলমেটটি মাঠের মধ্যেই রেখে দেন এবং ব্যাটসম্যানের শট সেই হেলমেটে গিয়ে লাগে , তাহলে আম্পায়ার ব্যাটিং দলকে অতিরিক্ত ৫ রান পেনাল্টি হিসেবে দেন।
দ্য ক্যাপ রুল : এই নিয়ম অনুসারে, কোনো বল হাওয়া থেকে নামার সময় ফিল্ডারের টুপি কিংবা পোশাকে স্পর্শ করতে পারবে না। সোজা হাতের তালুর মধ্যেই জমা করতে হবে। ক্যাচ ধরার আগে হাতের তালু ছাড়া অন্য কোনো জায়গায় যদি বল লাগে, তাহলে সেটাকে মাটি বলে গণ্য করে হবে এবং ক্যাচটা বৈধ হবে না। সঙ্গে ব্যাটসম্যানও কিছুটা নিশ্চিন্ত হতে পারবেন, কারণ তাকে আউট দেওয়া হবে না।
সূত্রঃ কালের কন্ঠ অনলাইন