সাকিব-তামিমের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন বাবর-ফাওয়াদ

ক্রিকেট দুনিয়া August 21, 2021 1,168
সাকিব-তামিমের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন বাবর-ফাওয়াদ

কিংস্টনে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২ রানে ৩ উইকেট হারানো পাকিস্তানকে উদ্ধার করেন অধিনায়ক বাবর আজম ও ফাওয়াদ আলম। দুর্দান্ত ব্যাটিংয়ে দলকে বিপদমুক্ত করার পাশাপাশি দারুণ এক নজিরও গড়েন দুজন।


ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একই রানে অর্থাৎ দলের স্কোর যখন ২ রান, তখন পরপর ৩ উইকেট হারিয়ে বসেছিল পাকিস্তান। সেখান থেকে বাবর আজম এবং ফাওয়াদ আলম জুটি ১৫৮ রানের পার্টনারশিপ গড়ে। আর এটাই হয়ে যায় নতুন নজির। একই রানে ৩ উইকেট হারানোর পরেও সর্বোচ্চ রানের পার্টনারশিপের নজির।


এর আগে ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশের তামিম ইকবাল এবং শাকিব আল হাসান গড়েছিলেন ১৫৫ রানের পার্টিনারশিপ। একই রানে ৩ উইকেট হারানের পরে, এটাই ছিল এত দিন সর্বোচ্চ রানের পার্টনারশিপের নজির।


এই তালিকায় এর পরে রয়েছেন পাকিস্তানেরই ফআর জামান এবং সরফরাজ আহমেদ। এই জুটি ২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৪৭ রানের পার্টনারশিপ গড়েছিল। - স্পোর্টসজোন২৪