আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে খেলবেন এলিস

ক্রিকেট দুনিয়া August 21, 2021 776
আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে খেলবেন এলিস

নাথান এলিস খেলতে যাচ্ছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। তিনটি ফ্র্যাঞ্চাইজি দলে নিতে আগ্রহ প্রকাশ করেছিল এলিসকে ঢেরায় ভেড়াতে। একটি দলের সাথে সবকিছু চূড়ান্ত হয়ে গিয়েছিল। তবে কে দলে নিতে যাচ্ছিল অস্ট্রেলিয়ার এই ডানহাতি পেসারকে, সেটি নিশ্চিত হওয়া যাচ্ছিল না। যদিও গুঞ্জন ছিল পাঞ্জাব কিংস ঢেরায় ভেড়াতে যাচ্ছে এলিসকে।


শেষ পর্যন্ত সেটিই হয়েছে। প্রীতি জিনতার দলের হয়ে আইপিএলের বাকি অংশে খেলতে যাচ্ছেন ২৬ বছর বয়সী এই ক্রিকেটার। পাঞ্জাব কিংস আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে এলিসকে দলে ভেড়ানোর বিষয়টি। মূলত দলটির দুই অজি পেসার ঝাই রিচার্ডসন ও রাইলি মেরেডিথ ইনজুরিতে থাকায়, এলিসকে নিয়েছেন তারা। যার ফলে খেলতে দেখা যাবে গেইল-রাহুলদের সাথে।


এই প্রসঙ্গে ফ্র্যাঞ্চাইজিটির সিইও সতীশ মেনন বলেন, ‘আমরা গতকাল (বৃহস্পতিবার) পর্যন্ত ঝাই ও রাইলির ফিটনেস নিয়ে ধারণা পাচ্ছিলাম না। বদলি হিসেবে আমরা এলিসকে সাইন করেছি। দুই-একদিনের মধ্যেই দ্বিতীয় বদলি ঘোষণা করব আমরা।’


সূত্রঃ এসএনপি স্পোর্টস