নিউজিল্যান্ড বিপক্ষে মিঠুনকে বাদ দেওয়ার কারণ জানালেন নান্নু

ক্রিকেট দুনিয়া August 20, 2021 833
নিউজিল্যান্ড বিপক্ষে মিঠুনকে বাদ দেওয়ার কারণ জানালেন নান্নু

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের বাংলাদেশ দল থেকে বাদ পড়েছেন টপ অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। যদিও জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে ছিলেন মোহাম্মদ মিঠুন। তবে এই দুই সিরিজে দলে থাকলেও কোন ম্যাচে সুযোগ পাননি তিনি।


জিম্বাবুয়ে সফরের ওয়ানডে সিরিজ শেষে মিঠুনের দেশে ফেরার কথা ছিল। কিন্তু তামিম-মুশফিকরা দেশে ফিরে আসায় মিঠুনকে ব্যাকআপ হিসেবে রেখে দেওয়া হয়। যদিও কোনো ম্যাচে তাকে মাঠে নামানো হয়নি। জিম্বাবুয়ে সফরের দলটি সিরিজ শেষে আর বায়ো বাবল ভঙ্গ করেনি।


সোজা দেশে ফিরে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছে। যে কারণে মিঠুনও থেকে গেছেন দলের সঙ্গে। ঘরের মাঠে এবারও তিনি কোনো ম্যাচে মাঠে নামেননি।


অস্ট্রেলিয়া সিরিজের আগে মিঠুনকে ‘বিকল্প ওপেনার’ হিসেবে ভেবেছিলেন রাসেল ডমিঙ্গো। কিন্তু এবার প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বললেন উল্টোটা। আজ সাংবাদিকদের সাথে আলাপকালে প্রধান নির্বাচক বলেন,


“জিম্বাবুয়ে সিরিজ থেকে অনেক খেলোয়াড় চলে আসায় ওকে ব্যাকআপ হিসেবে রাখা হয়েছিল। ও তো টি-টোয়েন্টি স্কোয়াডে ছিল না। তখন থেকেই ওকে টি-টোয়েন্টির ভাবনায় ওরকমভাবে রাখিনি।


মিঠুন যে পজিশনে ব্যাট করে, সেখানে এখন বেশ কয়েকজন খেলোয়াড় আছে। তারপরও মিঠুন যেহেতু আমাদের পুলের খেলোয়াড়, তাই হারিয়ে যাবে না। সবাইকে নার্সিং করা হবে। যখন দরকার হবে দলে নেওয়া হবে।”


সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট