জিম্বাবুয়ে সিরিজে ব্যাট হাতে দারুণ পারফর্ম করে সিরিজ সেরা পুরস্কার জিতলেও ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজে পুরোপুরি ব্যর্থ ছিলেন সৌম্য সরকার। ৫ ম্যাচে মাত্র ২৮ রান করে সমালোচনার জন্ম দিলেও পাশে পেয়েছিলেন কোচ ডমিঙ্গোকে। এবার সৌম্যর খারাপ সময়ে পাশে দাঁড়ালেন প্রধান নির্বাচক।
আজ গণমাধ্যমকে নান্নু বলেন, ‘সৌম্যকে আপনারা এই সিরিজ দিয়ে দেখছেন, কিন্তু তার আগের সিরিজে দুর্দান্ত খেলেছিল। এই সিরিজ সব ব্যাটসম্যানের জন্যই কঠিন ছিল। শুধু সৌম্য একা না। উইকেট স্লো ছিল, ব্যাটসম্যানদের জন্য কঠিন ছিল। নিউজিল্যান্ড সিরিজে সৌম্য সুযোগ পেয়েছে। ইনশাআল্লাহ্, আশা করি নিজেকে মেলে ধরতে পারবে।’
সৌম্যকে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে মূল্যায়নের আহবানের পাশাপাশি নান্নুর প্রত্যাশা, নিউজিল্যান্ড সিরিজে নিজেকে মেলে ধরতে পারবেন তিনি। নান্নু বলেন, ‘স্লো উইকেট সবার জন্য সমস্যা। উইকেটটা ব্যাটসম্যানদের জন্য সহজ ছিল না। ধারাবাহিকভাবে ব্যর্থ হলে অবশ্যই একজন খেলোয়াড়ের আত্মবিশ্বাস কমে যায়। যেহেতু ওর আন্তর্জাতিক ক্রিকেটের প্রচুর অভিজ্ঞতা আছে, আশা করি এই সিরিজে কামব্যাক করতে পারবে।’
বিসিবির প্রধান নির্বাচক প্রত্যাশা অস্ট্রেলিয়া সিরিজের মতোই নিউজিল্যান্ড সিরিজেও দাপটের সাথে জয় পাবে বাংলাদেশ। ”অস্ট্রেলিয়া সিরিজের ধারা অব্যাহত রাখলে নিউজিল্যান্ডের সাথেও সিরিজ জয় করবে বাংলাদেশ। আর ধারাবাহিকতা না থাকলে কোনো কাজেই আত্মবিশ্বাসী হওয়া যায় না। ব্যাটিং, বোলিং বা ফিল্ডিং- একমাত্র জয়ই পারে সামনের দিকে এগিয়ে নিতে।”
সূত্রঃ স্পোর্টসজোন২৪