বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করা এলিস ডাক পেলেন আইপিএলে

ক্রিকেট দুনিয়া August 20, 2021 786
বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করা এলিস ডাক পেলেন আইপিএলে

মধুর সময় কাটছে নাথান এলিসের। বাংলাদেশ সফরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিকের দেখা পান এ পেসার। তারপর থেকে শুধু সুসংবাদ শুনে যাচ্ছেন তিনি। কাল তাঁকে টি-টোয়েন্টি বিশ্বকাপের রিজার্ভ খেলোয়াড় হিসেবে রেখে দল ঘোষণা করে অস্ট্রেলিয়া। আজ জানা গেল, আইপিএলেও ডাক পেয়েছেন এলিস।


বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে তৃতীয় ম্যাচে হ্যাটট্রিক তুলে নেন এলিস। সিরিজের শেষ ম্যাচেও খেলেন ২৬ বছর বয়সী এ পেসার। অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম জানিয়েছে, এলিসকে কেনার চেষ্টা করেছে আইপিএলের তিনটি ফ্র্যাঞ্চাইজি দল।


শেষ পর্যন্ত কাল রাতে একটি দলের সঙ্গে চুক্তিবদ্ধ হন তিনি। তবে ফ্র্যাঞ্চাইজি দলটির নাম জানা যায়নি। সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের পর টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে বিশ্বকাপে জাতীয় দলের সঙ্গে থাকার পাশাপাশি আইপিএলও নিশ্চিত হলো এলিসের।


সূত্রঃ প্রথম আলো অনলাইন