দ্য হান্ড্রেড থেকে সরাসরি ঢাকায় আসলেন নিউজিল্যান্ডের ২ ক্রিকেটার

ক্রিকেট দুনিয়া August 20, 2021 652
দ্য হান্ড্রেড থেকে সরাসরি ঢাকায় আসলেন নিউজিল্যান্ডের ২ ক্রিকেটার

দল আসার আগেই বাংলাদেশে পা রেখেছেন নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার কলিন ডি গ্র্যান্ডহোম ও ফিন অ্যালেন। দ্য হান্ড্রেড থেকে দুই ক্রিকেটার সরাসরি এসে পৌঁছেছেন ঢাকায়।


দ্য হান্ড্রেডে খেলতে দুই ক্রিকেটার এতদিন ইংল্যান্ডে অবস্থান করছিলেন। ইংল্যান্ডের ব্যতিক্রমধর্মী টুর্নামেন্ট শেষে দেশে ফিরে দলের সাথে যোগ দিতে গেলে বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টিন পালন করতে হত তাদের। নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) তাই দুই ক্রিকেটারকে সরাসরি বাংলাদেশে নিয়ে আসার ব্যবস্থা করে।


শুক্রবার (২০ আগস্ট) সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান গ্র্যান্ডহোম ও অ্যালেন। আজ থেকেই শুরু হবে দুই ক্রিকেটারের কোয়ারেন্টিন। যদিও তাদের সতীর্থরা বাংলাদেশে আসবেন ৪ দিন পর।


সূত্রঃ বিডিক্রিকটাইম