সেপ্টেম্বরে শ্রীলঙ্কার মাটিতে আফগানিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক কোনো সিরিজ খেলতে চলেছে পাকিস্তান। আসন্ন তিন ম্যাচের সেই ওয়ানডে সিরিজে দলের সেরা চার তারকা ক্রিকেটারকে বিশ্রাম দিবে পাকিস্তান।
সেই চার ক্রিকেটার হলেন: পাকিস্তানের তিন ফরম্যাটের অধিনায়ক বাবর আজম, উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান এবং পেসার হাসান আলী ও শাহীন শাহ আফ্রিদি। নিয়মিত অধিনায়ক বাবরের অনুপস্থিতিতে শাদাব খানকে নেতৃত্বে দেখা যেতে পারে।
ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর প্রকাশিত খবর অনুযায়ী আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দলের সেরা তারকাদের অতিরিক্ত ম্যাচ খেলার ধকল কমিয়ে ‘ফিট’ রাখতেই এমন সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
সূত্রঃ ডেইলি স্পোর্টস বিডি