বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে বায়ো বাবল (জৈব সুরক্ষা বলয়) পর্যবেক্ষণে ইতোমধ্যে বাংলাদেশে এসেছে নিউজিল্যান্ডের প্রতিনিধি দল। তবে ৩ দিনের কোয়ারেন্টাইন শেষেও মাঠ ও হোটেলের বায়ো বাবল পর্যবেক্ষণে দেখা দিয়েছে জটিলতা।
গত ১৭ আগস্ট বাংলাদেশে পৌঁছায় কিউইদের পর্যবেক্ষক দল। ৩ দিনের কোয়ারেন্টাইন শেষ হয়েছে আজ (১৯ আগস্ট)। ফলে আগামীকাল (২০ আগস্ট) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বায়ো বাবল পরিদর্শন করার কথা ছিল তাদের। কিন্তু এখনো মাঠ ও হোটেল কোনো কিছুই বায়ো বাবলের আওতায় আসেনি।
২৪ আগস্ট নিউজিল্যান্ড দলের বাংলাদেশে আসার দিনে বায়ো বাবলে প্রবেশ করার কথা টাইগার ক্রিকেটারদের। আর এতেই পর্যবেক্ষণে আসা কিউই প্রতিনিধি দলকে এখনই মিরপুর পরিদর্শনে আনার কাজটা কঠিন হয়ে পড়েছে। এমনকি ভার্চুয়ালি কাজ সারার ভাবনাও আছে বিসিবির।
বিসিবির মেডিকেল বিভাগের একটি সূত্র ‘ক্রিকেট৯৭’ কে এ প্রসঙ্গে বলেন, ‘তাদের (পর্যবেক্ষক দল) কোয়ারেন্টাইন শেষ হচ্ছে আজ। তবে কবে নাগাদ তারা মাঠের বায়ো বাবল পর্যবেক্ষণ করতে আসবেন সেটা এখনো নিশ্চিত হয়নি। কারণ মাঠকে আমরা এখনো বায়ো বাবলের আওতায় আনতে পারিনি।’
‘এ পরিস্থিতিতে কিছুটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এটি। আজকে রাতেই আমরা একটা সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করবো। পুরো কার্যক্রম ভার্চুয়ালি শেষ করা যায় কিনা সেটাও ভাবনায় আছে। কিন্তু এখনো কোনো কিছুই চূড়ান্ত হয়নি।’
সূত্রঃ ক্রিকেট৯৭