আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ আগালেন বাবর

ক্রিকেট দুনিয়া August 19, 2021 798
আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ আগালেন বাবর

পাকিস্তানের ক্রিকেটকে আজকের এই উচ্চ পর্যায়ে নিয়ে আসতে যে কয়জন ক্রিকেটার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাঁর মধ্যে বাবর অন্যতম। এই পর্যন্ত অনেক রেকর্ড নিজের করে নিয়েছেন এই তারকা ক্রিকেটার।


নতুন খবর হচ্ছে, লর্ডসে ভারতের বিপক্ষে টেস্ট হারলেও প্রথম ইনিংসে অপরাজিত ১৮০ রান করে আইসিসি টেস্ট খেলোয়াড় র‌্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে গেছেন জো রুট। স্টিভেন স্মিথ ও মার্নাস লাবুশেনেকে এক ধাপ করে নামিয়ে দ্বিতীয় স্থানে ইংল্যান্ড অধিনায়ক। শীর্ষ ব্যাটসম্যান কেন উইলিয়ামসনের পয়েন্ট ৯০১। আর তার থেকে ৮ পয়েন্ট কম ৮৯৩ রুটের।


ইংল্যান্ড ও ভারতের লর্ডস টেস্ট শেষে হালনাগাদ র‌্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। বিরাট কোহলি আগের মতোই পাঁচ নম্বরে আছেন। ভারতীয় অধিনায়কের পরের দুটি স্থানে তার দুই সতীর্থ রোহিত শর্মা ও ঋষভ পান্ত।


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে নাটকীয় হারের ম্যাচে পাকিস্তানের একমাত্র হাফ সেঞ্চুরিয়ান বাবর আজম দুই ধাপ এগিয়ে অষ্টম স্থানে। সেরা দশে বাকি দুজন ডেভিড ওয়ার্নার ও কুইন্টন ডি কক।


লর্ডস টেস্টে প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়ে বোলার র‌্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন। এছাড়া মার্ক উড ও ভারতের মোহাম্মদ সিরিজ উঠে এসেছেন ৩৭ ও ৩৮তম স্থানে। ম্যাচে পাঁচ উইকেট নিয়ে ৫ ধাপ এগিয়েছেন উড। আর দুই ইনিংসেই চারটি করে উইকেট নিয়ে ১৮ ধাপ উন্নতি হয়েছে সিরাজের।


পাকিস্তানের বিপক্ষে জেসন হোল্ডার চার উইকেট নিয়ে সেরা দশে ঢুকেছেন, দুই ধাপ উঠে তিনি নবম স্থানে। - বিডি২৪রিপোর্ট