ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টের জন্য ইংল্যান্ড দল ঘোষণা

ক্রিকেট দুনিয়া August 19, 2021 852
ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টের জন্য ইংল্যান্ড দল ঘোষণা

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টেস্টের জন্য ইংল্যান্ড দলে ডাক পেয়েছেন টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বর্তমান এক নম্বর ব্যাটার ডেভিড মালান। ১৫ সদস্যের দল থেকে বাদ পড়েছেন ডম শিবলি এবং জ্যাক ক্রলি।


৩৩ বছর বয়সী মালান এখন পর্যন্ত খেলেছেন ১৫ টেস্ট। যার সবশেষটি খেলেন ২০১৮ সালের আগস্টে। বাজে পারফরম্যান্সের কারণে সেই সময় বাদ পড়েন তিনি।


তবে আন্তর্জাতিক পর্যায়ে মালানের সাম্প্রতিক পারফরম্যান্স নজর কাড়ছে। এই মৌসুমে ইয়র্কশায়ারের হয়ে একমাত্র চ্যাম্পিয়নশিপ ইনিংসে ১৯৯ রান করেছেন।


বব উইলিস ট্রফির আগের মৌসুমে তার গড় ছিল ৬৬। মূলত অ্যাশেজ সিরিজে চোখ রেখে তাকে দলে ফেরাল থ্রি লায়নরা। গত অস্ট্রেলিয়া সফরে তার ব্যাটিং গড় ছিল ৪২.৫৫ এবং পার্থে দারুণ একটি সেঞ্চুরিও করেন।


এদিকে পেসার সাকিব মাহমুদকে স্কোয়াডে রাখা হয়েছে। স্পিনার জ্যাক লিচ জায়গা হারিয়েছেন। ট্রেন্ট ব্রিজে সিরিজের প্রথম টেস্ট ড্র হলেও লর্ডসে ইংল্যান্ডকে ১৫১ রানের বড় ব্যবধানে হারায় ভারত। হেডিংলিতে তৃতীয় টেস্ট হবে বুধবার।


তৃতীয় টেস্টের দল: জো রুট (অধিনায়ক), মঈন আলী, জিমি অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, ররি বার্নস, জস বাটলার, স্যাম কারান, হাসিব হামিদ, ড্যান লরেন্স, সাকিব মাহমুদ, ডেভিড মালান, ক্রেইগ ওভারটন, ওলি পোপ, ওলি রবিনসন ও মার্ক উড।


সূত্রঃ স্পোর্টসজোন২৪