সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় আর্জেন্টাইন জাদুকর- মেসি এ নিয়ে কোনো সন্দেহ নেই। বিশ্বকাপ শিরোপা বাদে ক্যারিয়ারে সব কিছুই বগলদাবা করেছেন তিনি। একটি মাত্র বিশ্বকাপ ট্রফি জিতলেই পেয়ে যাবেন অমরত্বের স্বাদ।
নতুন খবর হচ্ছে, লিওনেল মেসির দলবদলের ঘটনায় পুরো বিশ্ব চাউর হলেও ফুটবলের আরেক মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে কেউই দলে নিতে চায় না। সম্প্রতি জানা যায়, রোনালদোকে দলে নিতে টানাটানি করছে রিয়াল মাদ্রিদ ও পিএসজি। অথচ মঙ্গলবার জানা যায় সেই খবর ভুয়া!
রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলোত্তি জানিয়েছেন, রোনালদোকে দলে নেওয়ার আগ্রহ তার নেই। তাদের টার্গেট পিএসজি থেকে কিলিয়ান এমবাপ্পেকে ভাগিয়ে আনা।
তবে পিএসজিও এমবাপ্পেকে ধরে রাখার চেষ্টা চালাচ্ছে। মেসি আসার পর ৩৬ বছর বয়সী রোনালদোর পেছনে মোটা অঙ্কের বিনিয়োগে আগ্রহী নয় পিএসজি। এমনকি এমবাপ্পে চলে গেলেও রোনালদোকে নেবে না পিএসজি।
বিষয়টি জানতে পেরে রোনালদো নাকি ম্যানসিটিতে খেলার আগ্রহ প্রকাশ করেছেন। কিন্তু সিটির লক্ষ্য যে কোনো মূল্যে হ্যারি কেইনকে দলে আনা। টটেনহাম যদি কেইনকে না ছাড়ে সেক্ষেত্রেও পর্তুগিজ তারকার পেছনে ছুটবে না সিটি। অবস্থা যা তাতে জুভেন্টাসেই থেকে যেতে হচ্ছে রোনালদোকে।
সূত্রঃ বিডি২৪রিপোর্ট