পাঁচটি টি-টোয়েন্টি খেলতে নিউজিল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশে পা রাখবে আগামী ২৪ আগস্ট। তবে তার ৪ দিন আগেই বাংলাদেশে এসে পৌঁছাবেন দলের দুই ক্রিকেটার।
এই দুই ক্রিকেটার হলেন ফিন অ্যালেন ও কলিন ডি গ্র্যান্ডহোম। বর্তমানে তারা দুজন ইংল্যান্ডের দ্য হান্ড্রেডে খেলছেন। দ্য হান্ড্রেড থেকে দেশে ফিরলে কোয়ারেন্টিন সম্পন্ন না করে দলের সাথে যোগ দেওয়ার সুযোগ নেই।
দুইজনই তাই ২০ আগস্ট বাংলাদেশে এসে কোয়ারেন্টিন শুরু করবেন। তাদের আগাম আগমনের খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
সূত্রঃ বিডিক্রিকটাইম