২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাড়ছে ডমিঙ্গোর চুক্তি

ক্রিকেট দুনিয়া August 16, 2021 598
২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাড়ছে ডমিঙ্গোর চুক্তি

বাংলাদেশ দলের প্রধান কোচ হিসেবে রাসেল ডমিঙ্গোর সাথে বিসিবির দুই বছরের চুক্তি শেষের পথে। দুই বছরে উঁচুনিচু পথ পাড়ি দেওয়া এই কোচের সাথে চুক্তি নবায়ন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।


বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, আপাতত ২০২২ সালের অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ডমিঙ্গোর চুক্তির মেয়াদ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। তার চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত, অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার।


রবিবার (১৫ আগস্ট) গণমাধ্যমের সাথে আলাপকালে প্রধান কোচ ডমিঙ্গোর চুক্তি নবায়নের বিষয়ে প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘এ নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। ও তো বিশ্বকাপ (২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ) পর্যন্ত আছেই। এটা (চুক্তি নবায়ন) তো আছেই। এ নিয়ে কোনো সমস্যা নেই। চুক্তির মেয়াদ বাড়ানোর সম্ভাবনাই সবচেয়ে বেশি।’


‘এখনও আমরা এই সিদ্ধান্ত ওকেও জানাইনি বা নিজেদের মধ্যেও আলোচনা করিনি। কয়েকজনের সাথে কথা বলেছি। আরও অনেকের সাথে বলতে হবে। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নিব।’


অনেক গণমাধ্যমকে খবর প্রকাশ করা হয়েছে, ডমিঙ্গোর সাথে চুক্তি নবায়ন করা হবে ২০২৩ ভারত ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। এ বিষয়ে জানতে চাইলে বোর্ড সভাপতি বলেন, ‘খুব সম্ভবত এক বছরের জন্য চিন্তাভাবনা করছি। দুটি টি-.টোয়েন্টি বিশ্বকাপ আছে। আপাতত ২০২৩ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত নবায়নের ভাবনা মাথায় আছে। সবার সাথে কথা বললে বুঝতে পারব।’


সূত্রঃ বিডিরিপোর্ট২৪