টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি হিসেবে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এই মাসের ২৪ তারিখে ঢাকায় পা রাখবে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। ইতিমধ্যেই এই সিরিজের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।
এছাড়াও এই সিরিজের জন্য বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড বিসিবির কাছে জমা দিয়েছে নির্বাচকরা। আগামী দু-একদিনের মধ্যেই নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে বাংলাদেশ দলে বেশি একটা পরিবর্তন আনছে না নির্বাচকরা।
নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য মোট ২১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মূলত অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলই নিউজিল্যান্ড সিরিজে থাকছে। ১৭ সদস্যের ওই দল থেকে শুধু বাদ পড়ছে টপ অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন।
আর নতুন করে বাংলাদেশ দলে যুক্ত হচ্ছেন টপ অর্ডার ব্যাটসম্যান মুশফিকুর রহিম, লিটন দাস এবং লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। গুঞ্জন উঠেছে প্রাথমিক স্কোয়াডে সুযোগ পেতে পারেন ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরম্যান্স করা অলরাউন্ডার শহিদুল ইসলাম এবং ফাস্ট বোলার কামরুল ইসলাম রাব্বি। এই ২১ সদস্যের মধ্যে থেকেই প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে ১৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বিসিবি।
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড : মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, সৌম্য সরকার, নাঈম শেখ, মুশফিকুর রহিম, লিটন দাস, আফিফ হোসেন, শামীম পাটোয়ারী, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম, শহীদুল ইসলাম এবং কামরুল ইসলাম রাব্বি।
সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট