ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দল ঘোষণা করলো পাকিস্তান

ক্রিকেট দুনিয়া August 12, 2021 613
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দল ঘোষণা করলো পাকিস্তান

বাংলাদেশ সময় আজ রাত ৯টায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মাঠে নামবে পাকিস্তান। আর এজন্য অপেক্ষা করতে করতে আজই ১৯ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। সিরিজ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে দল ঘোষণার বিষয়টি নিশ্চিত করেন অধিনায়ক বাবর আজম।


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের দলে জায়গা হয়নি হারিস রউফ ও মোহাম্মদ নেওয়াজের। টানা খেলার ধকল যেনো কাটিয়ে উঠতে পারেন সেজন্য এমন সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। অন্যদিকে ১০ জুলাই দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ সিডব্লিউআই।


পাকিস্তান দল:

বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (সহ-অধিনায়ক, উইকেটরক্ষক-ব্যাটসম্যান), আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, ফাহিম আশরাফ, ফাহাদ আলম, হাসান আলী, ইমরান বাট, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, নওমান আলী, সাজিদ খান, শরফরাজ আহমেদ (উইকেটরক্ষক-ব্যাটসম্যান), সাদ শাকিল, শাহিন শাহ আফ্রিদী, শাহনেয়াজ ধাওয়ানি, ইয়াসির শাহ ও জাহিদ মাহমুদ।


সূত্রঃ স্পোর্টসজোন২৪