বছরের সর্বোচ্চ উইকেট শিকারি মোস্তাফিজ, সেরা পাঁচে আরো দুই বাংলাদেশি

ক্রিকেট দুনিয়া August 12, 2021 1,020
বছরের সর্বোচ্চ উইকেট শিকারি মোস্তাফিজ, সেরা পাঁচে আরো দুই বাংলাদেশি

বল হাতে দারুন সময় কাটাচ্ছেন কাটার মাস্টার খ্যাত টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। টেস্ট দলে নিয়মিত না হলেও ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে দাপট দেখাচ্ছেন ফিজ। তাইতো চলমান ২০২১ সালে ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকায় শীর্ষে আছেন সাতক্ষীরার এই পেসার।


আর আইসিসি প্লেয়ার অব দ্যা মান্থ-জুলাই পুরস্কার জেতা সাকিব আল হাসান আছেন তালিকার দ্বিতীয় স্থানে। এছাড়াও সর্বোচ্চ উইকেট শিকারের এক তালিকার পঞ্চম স্থানে রয়েছেন আরেক বাংলাদেশি স্পিনার মেহেদী হাসান মিরাজ।


এই বছর ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড এবং শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজে প্রতিটি ম্যাচেই খেলেছেন মোস্তাফিজুর রহমান। তবে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই ম্যাচে একাদশে ছিলেন না মোস্তাফিজুর রহমান। তবে দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত বোলিং করে নিয়েছিলেন ৩ উইকেট।


২০২১ সালের মোস্তাফিজ ১০ ম্যাচে ৫.০৩ ইকোনমিক রেটে শিকার করেছেন ১৮ টি উইকেট। বর্তমানে আইসিসি ওয়ানডে বোলার র্র্যাংকিংয়ে ১১ নম্বরে রয়েছেন এই বাহাতি পেসার। আর ৩.৬৮ ইকোনমিকতে ৯ ম্যাচে ১৭ টি উইকেট নিয়ে তালিকার দুইয়ে আছেন সাকিব আল হাসান।


এছাড়া ১০ ইনিংসের ১৬ উইকেট নিয়ে তৃতীয় নম্বরে রয়েছেন আয়ারল্যান্ডের ডানহাতি অফস্পিনার সিমি সিং। আর ১১ ইনিংসে ১৬ উইকেট নিয়ে চার নম্বরে আছে শ্রীলঙ্কার চামারা।


পঞ্চম স্থানে থাকা মেহেদী হাসান মিরাজ ১১ ইনিংসে নিয়েছেন ১৫ টি উইকেট। ওয়ানডে র‍্যাংকিংয়ে তার অবস্থান বর্তমানে ৪ নম্বরে।


সূত্রঃ স্পোর্টসজোন২৪