বাংলাদেশে আসছে না নিউজিল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডের কেউ

ক্রিকেট দুনিয়া August 10, 2021 1,293
বাংলাদেশে আসছে না নিউজিল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডের কেউ

আসন্ন বাংলাদেশ সিরিজে উইকেট কিপার টম ল্যাথামকে অধিনায়ক করে ৫ ম্যাচ টি২০ সিরিজের জন্যে দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।


দলে নেই কেইন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, মার্টিন গাপটিল, ফার্গুসন সহ মূল একাদশে খেলা প্রায় সব ক্রিকেটার৷ বাংলাদেশ সফর শেষে পাকিস্তান সফরে যাবে নিউজিল্যান্ড দল।


বাংলাদেশ সফরের জন্য নিউজিল্যান্ড দলঃ

টম ল্যাথাম (অধিনায়ক), ফিন এলেন, হামিশ বেনেট, ডগ ব্রেসওয়েল, গ্রান্ডহোম, জেকব ডাফি, কুগেলেজন, ম্যাকোনছি, হ্যানরি নিকোলস, এজাজ প্যাটেল, রাচিন রাবিন্দ্র, বেন সিয়ারস, টিকনার, উইলি ইয়ংইতোমধ্যে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। তবে সেই দলের বেশিরভাগ ক্রিকেটার আসবেন না বাংলাদেশ সফরে।


বিশ্বকাপ ও ভারত সফরের জন্য নিউজিল্যান্ড টি টোয়েন্টি দলঃকেইন উইলিয়ামসন, টড অ্যাস্টেল, ট্রেন্ট বোল্ট, মার্ক চ্যাপম্যান, দেভন কর্নওয়ে, লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, কাইল জেমিসন, ডার্ল মিশেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, মিশেল সান্টনার, টিম সেইফার্ট, ইশ সোধি, টিম সাউদি, অ্যাডাম ম্লিন।


সূত্রঃ ডেইলি স্পোর্টস বিডি