বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা করলো নিউজিল্যান্ড

ক্রিকেট দুনিয়া August 10, 2021 851
বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা করলো নিউজিল্যান্ড

বাংলাদেশ ও পাকিস্তান সফরের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। দলে নেই নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন সহ তারকা ক্রিকেটাররা। আইপিএলে অংশ নিতে এই দুই সফরে আসবেন না তারা। উইলিয়ামসনের পরিবর্তে কিউইদের নেতৃত্ব দিবেন টম লাথাম।


বাংলাদেশের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৪ আগস্ট বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। কিউইদের এই দলে থাকেছ অধিকাংশই অচেনা মুখ। পরিচিত ফিন অ্যালেন, গ্র্যান্ডহোম৷ আজাজ প্যাটেলদের সাথে থাকবেন কোল ম্যাককনকি, ব্লেয়ার টিকনাররা।


বাংলাদেশে পূর্নশক্তির দল না আসলেও ভারত সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পূর্ণশক্তির দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। বাংলাদেশ সফরের দলে যারা আছেন তাদের কেউই নেই এই দলে।


সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ১ সেপ্টেম্বর। ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর বাকি চারটি ম্যাচ মাঠে গড়াবে। টি-টোয়েন্টি সিরিজের পাঁচটি ম্যাচেরই ভেন্যু ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির।


একনজরে বাংলাদেশ সফরে নিউজিল্যান্ড দল : টম ল্যাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, হামিশ ব্যানেট, টম ব্লানডেল, ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি, স্কট কুগেলেইন, কোল ম্যাককনকি, হেনরি নিকোলস, আজাজ পেটেল, রাচিন রবীন্দ্র, বেন সিয়ারস, উইল ইয়ং, ব্লেয়ার টিকনার।


সূত্রঃ স্পোর্টসজোন২৪