অস্ট্রেলিয়াকে '১২৩' রানের লক্ষ্য ছুঁড়ে দিল বাংলাদেশ

ক্রিকেট দুনিয়া August 9, 2021 494
অস্ট্রেলিয়াকে '১২৩' রানের লক্ষ্য ছুঁড়ে দিল বাংলাদেশ

মিরপুরে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী অস্ট্রেলিয়া। শেষ ম্যাচে আগে ব্যাট করে বাংলাদেশ জড়ো করেছে ১২২ রান।


৩-১ ব্যবধানে সিরিজে এগিয়ে থাকা টাইগাররা টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। এদিন ব্যাটিংয়ের উদ্বোধন করেন শেখ মেহেদী হাসান ও নাঈম শেখ। ৪.৩ ওভারে ৪২ রান এনে দেয় উদ্বোধনী জুটি।


মেহেদী ১২ বলে ১৩ রান করে ফিরলেও নাঈম দিচ্ছিলেন ইনিংস বড় করার ইঙ্গিত। ওয়ান ডাউনে নেমে সাকিব আল হাসান এদিনও ছন্দে ছিলেন না। ২০ বল মোকাবেলা করে সাজঘরে ফেরার আগে করেন মাত্র ১১ রান। তার আগে অবশ্য বিদায় নেন নাঈম, একটি করে চার-ছক্কায় ২৩ বলে ২৩ রান করে।


সমালোচনার মুখে থাকা সৌম্য সরকার চার নম্বরে নেমে শ্লথ শুরু করে। ১৪ বলে ১৯ রান করে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বিদায় নেওয়ার পর মারমুখী ব্যাটিংয়ের চেষ্টা করেন সৌম্য। তবে একটি করে চার-ছক্কা হাঁকালেও ১৮ বলে ১৬ রান করে ফেরেন সাজঘরে, সিরিজে নিজের সর্বোচ্চ রানের ইনিংস খেলে।


এরপর নুরুল হাসান সোহানের ১৩ বলে ৮, আফিফ হোসেন ধ্রুবর ১১ বলে ১০ এবং একাদশে ফেরা মোসাদ্দেক হোসেন সৈকতের ৯ বলে ৫ রানের ইনিংস বাংলাদেশকে এনে দেয় স্বল্প পুঁজি। অতিরিক্ত খাতে বাংলাদেশ পেয়েছে ১৮ রান।


১৫ ওভারে ১০২ রান জড়ো করা বাংলাদেশ স্লগ ওভারে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি। নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে দলীয় সংগ্রহ দাঁড়ায় ১২২ রান। অজিদের পক্ষে নাথান এলিস ও ড্যান ক্রিশ্চিয়ান দুটি করে উইকেট শিকার করেন।


সংক্ষিপ্ত স্কোর


টস : বাংলাদেশ


বাংলাদেশ : ১২২/৮ (২০ ওভার)

নাঈম ২৩, রিয়াদ ১৯, সৌম্য ১৬, মেহেদী ১৩

এলিস , ক্রিশ্চিয়ান ১৭/৪


জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ১২৩ রান।


সূত্রঃ বিডিক্রিকটাইম