দলীয় পারফর্মেন্সের দিক থেকে বাংলাদেশ এগিয়ে থাকলেও এই চার ম্যাচের মধ্যে রান এবং উইকেট সংগ্রহের তালিকায় ব্যক্তিগত দিক থেকে কিন্তু ওপরে আছে অস্ট্রেলিয়া ক্রিকেটাররা।
তবে দলের জয়ের অবদানের কারণে ম্যান অফ দ্যা টুর্নামেন্ট হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। এর মধ্যে আছেন সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
যদিও চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচটি মোটেও ভালো যায়নি সাকিবের তবে প্রথম তিনটি টি-টোয়েন্টি ম্যাচে দুর্দান্ত খেলেছেন সাকিব।
চার ম্যাচে ব্যাট হাতে ১৫২ করে শীর্ষে আছেন অজি অলরাউন্ডার মিচেল মার্শ। আর তার পরেই ১০৩ রান নিয়ে সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক সাকিব আল হাসান। এছাড়াও বল হাতে তুলে নিয়েছেন তিনটি উইকেট।
সাকিবের পর ম্যান অব দ্যা সিরিজ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন মোস্তাফিজুর রহমান এবং শরিফুল ইসলাম। বল হাতে এই সিরিজে দুর্দান্ত বোলিং করছেন এই দুই ফাস্ট বোলার। বিশেষ করে পুরো সিরিজ জুড়ে অসাধারণ পারফরমেন্স করেছেন মোস্তাফিজ।
চার ম্যাচে ৩.৫৬ ইকোনমিক রেটে ৭ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। এছাড়াও শরিফুল ইসলাম ৬.৩৮ ইকোনমিক রেটে নিয়েছেন ৭ টি উইকেট। তবে ৭ উইকেট নিয়ে সিরিজের শীর্ষ উইকেট সংগ্রহক জস হ্যাজেলউড।
এক নজরে সর্বোচ্চ রান সংগ্রাহক:-
১। মিচেল মার্শ – ৪ ম্যাচে ১৫২ রান
২। সাকিব আল হাসান – ৪ ম্যাচে ১০৩ রান
৩। আফিফ হোসেন – ৪ ম্যাচে ৯৯ রান
৪। মাহমুদউল্লাহ – ৪ ম্যাচে রান
৫। নাইম শেখ – ৪ ম্যাচে ৬৮ ৭২
এক নজরে সর্বোচ্চ উইকেট সংগ্রহক:-
১। হ্যালেজউড – ৪ ম্যাচে ৮ উইকেট
২। মোস্তাফিজ – ৪ ম্যাচে ৭ উইকেট
৩। শরিফুল – ৪ ম্যাচে ৭ উইকেট
৪। নাসুম আহমেদ – ৪ ম্যাচে ৬ উইকেট
৫। এন্ড্রু টাই – ৩ ম্যাচে ৫ উইকেট।
সূত্রঃ স্পোর্টসজোন২৪