চতুর্থ টি-টোয়েন্টিতে টাইগারদের একাদশে পরিবর্তন আসছে!

ক্রিকেট দুনিয়া August 7, 2021 1,464
চতুর্থ টি-টোয়েন্টিতে টাইগারদের একাদশে পরিবর্তন আসছে!

সিরিজ জিতেও বিশ্রামের কোন সুযোগ নেই বাংলাদেশ দলের সামনে। আজ (শনিবার) সিরিজের চতুর্থ ম্যাচে মাঠে নামতে হচ্ছে সাকিব আল হাসান, আফিফ হোসেনদের। পূর্বের তিন ম্যাচের মতো এই ম্যাচটিও হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, সন্ধ্যা ৬টায়।


সিরিজ জয় নিশ্চিত হলেও বাকি দুই ম্যাচেই জয়ে চোখ বাংলাদেশের। অস্ট্রেলিয়াকে ছাড় দেওয়ায় কোনও মানসিকতা নেই মাহমুদউল্লাহদের। এমন কি আগের ৩ ম্যাচ জিতলেও মন্থর উইকেটে ব্যাটিংয়ের দৈন্যদশা ফুটে উঠেছে। সামনের দুই ম্যাচে আগের ভুলগুলো সুধরানোর দিকে মনোযোগ স্বাগতিক শিবিরের।


অধিনায়ক মাহমুদউল্লাহ জানিয়েছেন, ‘আমার মনে হয় যেরকম উইকেটে খেলা হচ্ছে এখানে বোলারদের দায়িতত্বটাই বেশি। ব্যাটিংটা আমাদের আরও ভালো করা উচিত। শেষ দুই ম্যাচে ব্যাটিংয়ে উন্নতি চাই। ব্যাটিংয়ে আমাদের দায়িত্ব নিতে হবে। আমাদের সেই সামর্থ আছে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে ব্যাটিংটা আরেকটু ভারো করতে পারি। কোনেভাবে ১০-১২ রান একটা চার, কয়েকটা দুই বা সিঙ্গেলের মাধ্যমে বের করতে পারি তাহলে দলের ব্যাটিং ইউনিট খুশি হবো।’


সঙ্গে যোগ করেন মাহমুদউল্লাহ, ‘এটা বোলারদেরও আত্মবিশ্বাস বাড়াবে। তাহলে তাড়া ডিফেন্ড করতে পারবে। আমরা ৩-০ তে আছি। সিরিজ জিতেছে। আমাদের সুবর্ণ সুযোগ আগামী ম্যাচগুলোও জেতার।’


অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ১৭ সদস্যের স্কোয়াড হলেও দলে খেলোয়াড় কম, বিকল্প খেলোয়াড় বেশি। এতে একাদশে পরীক্ষা নিরীক্ষার সুযোগ খুব বেশি নেই। পরিবর্তন আসলে সেটি দেখা যেতে পারে ওপেনিং। সৌম্য সরকারের জায়গায় চতুর্থ টি-টোয়েন্টিতে সুযোগ পেতে পারেন মোহাম্মদ মিঠুন।


সূত্রঃ ঢাকা পোস্ট