আন্তর্জাতিক ক্রিকেটে অনেক বড় নাম নয় বাংলাদেশ। তবু সামর্থ্য অনুযায়ী নিজেদের প্রমাণ রেখে চলছে ক্রিকেটাঙ্গনে। একে একে সব দলের বিপক্ষেই সিরিজ জিতেছে কোনও না কোনও ফরম্যাটে।
বাকি ছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। এই দুই দলের কাছে বাংলাদেশ মানেই অনীহা। আন্তর্জাতিক ক্রিকেটে টি-টোয়েন্টি সংস্করণ স্বীকৃতি পাওয়ার ১৫ বছর পর এই প্রথম বাংলাদেশের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলছে অস্ট্রেলিয়া।
পাঁচ ম্যাচের সিরিজে এরইমধ্যে ২ ম্যাচ বাকি থাকতেই ৩-০ ব্যবধানে সিরিজ হেরেছে। অজিদের প্রথমবার কোনও ফরম্যাটে সিরিজ হারিয়ে ইতিহাস রচনা করেছে বাংলাদেশ।
অস্ট্রেলিয়াকে হারানোর পর শুক্রবার রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপন জানিয়েছেন, আর একটা দলকে সিরিজ হারানোর বাকি।
“এখন পর্যন্ত দুটো দেশ বাকি যাদের সঙ্গে আমরা কোনদিন সিরিজ জিতিনি। এর মধ্যে একটা ছিল অস্ট্রেলিয়া আর একটা ছিল ইংল্যান্ড।
বাকি সবার সঙ্গে কোন না কোন ফরম্যাটে আমরা সিরিজ জিতেছি। স্বাভাবিকভাবে অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ জেতায় একটা পর্ব শেষ হলো। এখন শুধু বাকি আছে ইংল্যান্ড।”
ঘরের মাঠে ২০১৬-১৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারের পর দুই টেস্ট সিরিজের একটিতে জিতেছিল বাংলাদেশ। - আমাদের সময়