দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ

ক্রিকেট দুনিয়া August 4, 2021 1,140
দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ সন্ধ্যায় আবারো মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া। বাংলাদেশ সময় ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৬:০০ টায়। সরাসরি দেখা যাবে জিটিভি, বিটিভি এবং টি স্পোর্টস চ্যানেলে।


ইতিমধ্যেই সিরিজের প্রথম ম্যাচে জয়লাভ করে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে রয়েছে বাংলাদেশ। গতকাল প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের দেওয়া ১৩২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সবকয়টি উইকেট হারিয়ে ১০৮ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া।


বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ নাইম শেখ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, মাহেদি হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।


অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ: ম্যাথু ওয়েড (অধিনায়ক), জশ ফিলিপ, অ্যাস্টন অ্যাগার, মইসেস হেনরিকস, মিচেল মার্শ, অ্যান্ড্রু টাই, জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক, অ্যাশটন টার্নার ও অ্যাডাম জাম্পা।


সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট