অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে থাকছে ডিআরএস

ক্রিকেট দুনিয়া August 1, 2021 2,043
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে থাকছে ডিআরএস

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য আজ থেকেই অনুশীলনে নেমে পড়ছে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল। সকালে মিরপুরে অনুশীলন করার কথা রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এবং বিকালে অনুশীলন করার কথা রয়েছে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের।


এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে সকল প্রস্তুতি সেরে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অন্য সকল দ্বিপাক্ষিক সিরিজে থেকে অনেকটাই গুরুত্বপূর্ণ এই সিরিজটি। যার কারণে নতুন করে সাজানো হচ্ছে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।


শুধু মাঠের বাইরেই নয় মাঠের ভিতরে থাকছে সকল প্রযুক্তি। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে থাকছে ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএসের ব্যবহার।


যদিও এটি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ডিআরএস থাকবে। - বাংলাওয়াশ ক্রিকেট