ক্যারিবীয় দ্বীপপুঞ্জ সফর শেষে অস্ট্রেলিয়া জাতীয় দল এখন বাংলাদেশ সফরে। চার বছর পর বাংলাদেশে আসা অজিরা এবার টাইগারদের বিপক্ষে খেলবে টি-টোয়েন্টি সিরিজ। পাঁচ ম্যাচের সেই টি-টোয়েন্টি সিরিজের গোড়াপত্তন হবে ৩ আগস্ট।
তবে করোনা মহামারীর কারণে এই সিরিজও মাঠে বসে উপভোগ করতে পারবেন না সমর্থকরা। দর্শকদের তাই ভরসা করতে হচ্ছে সরাসরি সম্প্রচারের ওপর। তাদের জন্য স্বস্তির খবর, বহুল প্রতীক্ষিত এই সিরিজ দুইটি বাংলাদেশি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।
অস্ট্রেলিয়া সিরিজের ম্যাচগুলো সরাসরি দেখতে হলে দর্শকদের টেলিভিশন পর্দায় চোখ রাখতে হবে দেশের একমাত্র ক্রীড়াভিত্তিক চ্যানেল টি স্পোর্টস এবং আরেক জনপ্রিয় চ্যানেল জিটিভিতে। এছাড়া র্যাবিটহোল স্পোর্টসের ওয়েবসাইটেও পাঁচটি ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে।
সূত্রঃ বিডিক্রিকটাইম