দ্বিতীয় সারির দল নিয়ে শ্রীলঙ্কায় গিয়েছিল ভারত। সেখানে গিয়ে বেশ বিপদেই পড়েছে তারা। মাঠের পারফরম্যান্সের চেয়েও বেশি করোনায়। ক্রুনাল পান্ডিয়া করোনা আক্রান্ত হওয়ার পর আট খেলোয়াড় চলে গিয়েছিলেন আইসোলেশনে।
টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচে একাদশ সাজাতে নেট বোলার পর্যন্ত দলে নিতে হয়েছে তাদের। এবার জানা গেল ক্রুনাল পান্ডিয়া ছাড়াও আরও দুই ক্রিকেটার আক্রান্ত হয়েছেন করোনায়। তারা হলেন- ইউজবেন্দ্র চাহাল ও কৃষ্ণাপ্পা গৌতম।
শেষ ম্যাচে অবশ্য খেলেননি তারা। বৃহস্পতিবার শেষ হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের সিরিজ। তৃতীয় ম্যাচে ৭ উইকেটের বড় হারে টি-টোয়েন্টি সিরিজ হার নিশ্চিত হয়েছে সফরকারীদের। এবার তাদের পালা দেশে ফেরার।
কিন্তু আইসোলেশনে থাকা ক্রিকেটারদের কী হবে? জানা গেছে, হার্দিক পান্ডিয়া, মনিশ পান্ডে, দীপক চাহার ও ইশান কিষান দলের সঙ্গে ফিরে যাবেন দেশে। পৃথ্বি শ ও সুরইয়া কুমার ইয়াদব শ্রীলঙ্কা থেকেই ধরবেন ইংল্যান্ডের বিমানে। করোনা পজিটিভ তিন ক্রিকেটার আপাতত থাকবেন শ্রীলঙ্কাতেই।
সূত্রঃ ঢাকা পোস্ট