তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম দুই ম্যাচে ১-১ সমতার পর শেষ ম্যাচে ভারতকে লজ্জা দিয়ে ৭ উইকেটে জিতে সিরিজ নিজেদের করে নিল শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি ইতিহাসে প্রথমবার লঙ্কানদের কাছে সিরিজ হারল ভারত। সব মিলিয়ে ১৩ বছর পর ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ জিতল লঙ্কানরা।
সিরিজ নির্ধারনী ম্যাচে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৮১ রান সংগ্রহ করে শেখর ধাওয়ানের দল। ২০ ওভার ব্যাট করে এর আগে কখনোই এত কম রানে আটকে যায়নি তারা। সর্বশেষ ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নটিংহ্যামে ২০ ওভার ব্যাট করেও ভারত তুলতে পেরেছিল ১১৮ রান। সেবারও ৮ উইকেট হারিয়েছিল তারা।
সব মিলিয়ে ২০ ওভার ব্যাট করে সবচেয়ে কম রান তোলার রেকর্ডটি আইসিসির পূর্ণ সদস্যদেশগুলোর মাঝে ভারতের ওপর আছে শুধু ওয়েস্ট ইন্ডিজ। ২০১০ সালে পোর্ট অব স্পেনে জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিবীয়রা আটকে গিয়েছিল ৭৯ রানেই।
এদিন টস জিতে প্রথমে ব্যাট করতে নেমেই শুরুতেই হাসারাঙ্গা এবং সানাকার দাপটে মাত্র ২৫ রানের মধ্যেই ভারত হারায় ৪ উইকেট। ৩৬ রানে পতন হয় পঞ্চম উইকেটের। আর ঘুরে দাঁড়াতে পারেনি ভারত। টিম ইন্ডিয়ার ইনিংস শেষ হয় মাত্র ৮১ রানে। কোনওক্রমে মান বাঁচান কুলদীপ যাদব। দলের সর্বোচ্চ স্কোরারও তিনি। তাঁর সংগ্রহ ২৩ রান।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা তেমন ভাল না হলেও, ভারতের সামান্য রানের টার্গেটে পৌঁছাতে তেমন বেগ পেতে হয়নি টিম শ্রীলঙ্কাকে। মাত্র ৩ উইকেট খুইয়ে ১৫ তম ওভারেই নির্ধারিত টার্গেটে পৌঁছে যায় তাঁরা।
সংক্ষিপ্ত স্কোর
ভারত ৮১/৮ (২০ ওভার)
কুলদীপ ২৩*, ভুবনেশ্বর ১৬;
হাসারাঙ্গা ৪/৯, শানাকা ২/২০।
শ্রীলঙ্কা ৮২/৩ (১৪.৩ ওভার)
ধনঞ্জয়া ২৩*, মিনোদ ১৮, হাসারাঙ্গা ১৪*;
রাহুল ৩/১৫।
শ্রীলঙ্কা ৭ উইকেটে জয়ী।
সূত্রঃ স্পোর্টসজোন২৪