টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে সৌম্য-রিয়াদ-সাকিবের উন্নতি

ক্রিকেট দুনিয়া July 29, 2021 1,212
টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে সৌম্য-রিয়াদ-সাকিবের উন্নতি

গতকাল বুধবার (২৮ জুলাই) আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিং হালনাগাদ করা হয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজের পারফরম্যান্স করার সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসানের র‍্যাংকিংয়ে উন্নতি হয়েছে।


ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে আছেন ওপেনার নাঈম শেখ (৩২তম)। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ সেরা হওয়া সৌম্য সরকারের ১২ ধাপ উত্থান ঘটেছে, উঠে এসেছেন ৩৪তম স্থানে।


এছাড়া অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও উত্থান ঘটিয়ে ৩৪তম স্থানে অবস্থান করছেন। সৌম্য ও রিয়াদের সাথে একই অবস্থান আছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামস। আর সাকিব আল হাসান আছেন ৬২তম স্থানে অবস্থান।


এছাড়া অন্য টাইগার ব্যাটসম্যানদের মধ্যে লিটন দাস ৪৩তম, তামিম ইকবাল ৬৮তম ও মুশফিকুর রহিম ৭৭তম অবস্থানে রয়েছেন।সাকিবের পয়েন্ট বেড়েছে বোলারদের র‍্যাংকিংয়েও, যেখানে তার অবস্থান ২১তম।


মোস্তাফিজ ৪৬তম আর ৬৩তম স্থানে উঠে এসেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। অলরাউন্ডারদের তালিকায় সাকিব এখনও দ্বিতীয় স্থানে রয়েছেন। এই ক্যাটাগরিতে শীর্ষে অবস্থান করছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। - স্পোর্টসজোন২৪