টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে পা রাখল অস্ট্রেলিয়া

ক্রিকেট দুনিয়া July 29, 2021 649
টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে পা রাখল অস্ট্রেলিয়া

সবকিছু চূড়ান্ত থাকলেও শঙ্কার মেঘ সরছিল না। প্রশ্ন ছিল, শেষপর্যন্ত অস্ট্রেলিয়া দল বাংলাদেশ সফরে আসবে তো? অনেক চড়াই-উতরাই পেরিয়ে, ক্রিকেট অস্ট্রেলিয়ার নানা টালবাহানা আর দেনদরবার শেষে, পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে অবশেষে বাংলাদেশে এসে পৌঁছেছে অজিরা।


ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোস থেকে কোয়ান্টাস এর চার্টার্ড বিমানে চেপে আজ (বৃহস্পতিবার) বিকেল ৪টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন মিচেল স্টার্ক, ম্যাথু ওয়েডরা।


বিমানবন্দর থেকে সোজা হোটেল ইন্টারকন্টিনেন্টালে চলে যাবেন সফরকারীরা। সেখানে তিনদিনের কোয়ারেন্টাইন শেষে অনুশীলনের সুযোগ পাবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তার আগে অবশ্য দুই দফায় করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ হতে হবে।


পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বেশ বড় বহরই নিয়ে এসেছে অজিরা। তবে ৩২ সদস্যের দলে নাম নেই স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নারের মতো তারকা ক্রিকেটারের। চোট ও ব্যক্তিগত কারণ মিলিয়ে স্মিথ, ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, মার্নাস লাবুশেন, মার্কাস স্টয়নিস ও প্যাট কামিন্সরা খেলবেন না এই সিরিজে।


বাংলাদেশে আসার আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার সীমিত ওভারের দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চও। - ঢাকা পোস্ট