ওয়েস্ট ইন্ডিজের সাথে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে নাম না প্রকাশিত একজন সাপোর্ট স্টাফের কভিড পজিটিভ ফলাফল আসবার কারনে ম্যাচটি বন্ধ হয়ে যায়। যদিও সেই ম্যাচটি পরে ২৭ জুলাই খেলেছিল অস্ট্রেলিয়া।
তবে সে নিয়ম থাকছেনা বাংলাদেশে৷ খেলার দিনে করোনা পজিটিভ রিপোর্ট আসলেও খেলা বন্ধ থাকবে না। এ ব্যাপারে গতকাল সংবাদ মাধ্যমকে বিসিবি সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন,‘এই কোভিড পরিস্থিতির মধ্যেই আমরা দুইটা আন্তর্জাতিক সিরিজ আয়োজন করেছি।
আমাদের দলও বিদেশ সফর করেছে। যে কারনে আমাদের সেই অভিজ্ঞতাটা হয়ে গেছে কোন বিষয়গুলো কিভাবে সতর্কতা অবলম্বন করলে সফলভাবে একটা ইভেন্ট শেষ করা যাবে।’
‘তারপরও আমি বলি এ ক্ষেত্রে চ্যালেঞ্জিং যেটা সিরিজ চলাকালিন কোনো পজিটিভ কেইস আসা। আমরা দুই বোর্ড আলোচনা করছি কিভাবে এরকম কিছু হলেও সিরিজ এগিয়ে নিয়ে যাওয়া যায়, সফলভাবে শেষ করবো।’
সূত্রঃ ডেইলি স্পোর্টস বিডি