জিম্বাবুয়ে থেকে দেশে ফিরে হোটেলে বন্দী বাংলাদেশ দল

ক্রিকেট দুনিয়া July 29, 2021 667
জিম্বাবুয়ে থেকে দেশে ফিরে হোটেলে বন্দী বাংলাদেশ দল

করোনা কালীন সময়ে যে কোন সিরিজ বা টুর্নামেন্ট ক্রিকেটারদের জন্য বাড়তি চ্যালেঞ্জ এনে দিয়েছে, জৈব সুরক্ষা বলয়ের পাশাপাশি টানা খেলার ধকল তো থাকছেই। তবে বাংলাদেশের অস্ট্রেলিয়া সিরিজটা যেন একটু বেশিই চ্যালেঞ্জের মুখে ফেলেছে ক্রিকেটারদের।


জিম্বাবুয়ের বিপক্ষে ১ টেস্ট ও ৩ টি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজ খেলে আজ সকালে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল, সকাল সাড়ে ৯ টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় সাকিব আল হাসানরা।


ক্রিকেট অস্ট্রেলিয়ার শর্ত অনুযায়ী বিমানবন্দর থেকে ৩ দিনের কোয়ারেন্টাইনের জন্য সরাসরি হোটেল ইন্টারকন্টিনেন্টালে উঠে গেছে টাইগাররা, কোয়ারেন্টাইনের পর অস্ট্রেলিয়ার সাথে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে মাহমুদউল্লাহ রিয়াদের দল।


অস্ট্রেলিয়া ক্রিকেট দলও আজ ঢাকায় পা রাখবে, ওয়েস্ট ইন্ডিজ থেকে বিশেষ বিমানে বিকেলে বাংলাদেশে এসে পৌঁছাবে তারা। ক্রিকেট অস্ট্রেলিয়ার শর্ত অনুযায়ী বিমান থেকে নেমেই সোজা হোটেলে উঠবে অজিরা। থাকছে না ইমিগ্রেশনের বিধিনিষেধ, তাদেরও ৩ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।


৩ আগস্ট থেকে শুরু হবে দুই দলের মাঠের লড়াই, সিরিজের বাকি ৪ টি-টোয়েন্টি মাঠে গড়াবে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে। - ডেইলি স্পোর্টস বিডি