ভারতকে হারিয়ে সিরিজে সমতা আনলো শ্রীলঙ্কা

ক্রিকেট দুনিয়া July 29, 2021 815
ভারতকে হারিয়ে সিরিজে সমতা আনলো শ্রীলঙ্কা

ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ হারলেও দ্বিতীয় ম্যাচে শ্বাসরুদ্ধকর জয় তুলে নিয়ে সিরিজে সমতা এনেছে স্বাগতিক শ্রীলঙ্কা। করোনার জন্য রিসিডিউল হওয়া দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কা জয় পেয়েছে ৪ উইকেটে ২ বল হাতে রেখে।


ক্রুনাল পান্ডিয়ার করোনা আক্রান্ত ও তার সংস্পর্শে আশার কারনে ভারত দলকে নতুন করে সাজাতে হয়। দলে অভিষেক হয় চার ক্রিকেটারের। এরা হলেন দেবদূত পাড্ডিকাল, রুতুরাজ গায়কোয়াড়, চেতন সাকারিয়া, নীতিশ রানা।


প্রেমাদাসার টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে মাত্র ১৩২ রান করে ভারত। অধিনায়ক ধাওয়ান করে ৪০ রান। এছাড়া অভিষিক্ত পাড্ডিকাল ২৯ আর রিতুরাজ ২১ রান করেন।


১৩৩ রানের লক্ষ্যমাত্রায় দাসুন শনকার দল পৌঁছে যায় ২ বল বাকি থাকতেই। ৩৪ বলে ৪০ রান করে অপরাজিত থেকে ধনঞ্জয় ডি সিলভা দলের জয় নিশ্চিত করেন। আর শেষ দিকে বাউন্ডারিতে ৬ বলে ১২ রানে অপরাজিত থাকেন করুনারত্নে। এর আগে একদিনের সিরিজেও ব্যাট হাতে ঝোড়ো ইনিংস খেলা শ্রীলঙ্কার এই ক্রিকেটার।


এদিকে ঘরের মাঠে কোন দ্বিপাক্ষিক সিরিজে এবারই প্রথম ভারতকে হারালো স্বাগতিক শ্রীলঙ্কা। - স্পোর্টসজোন২৪