তামিম ইকবাল খান চোটের কারণে প্রথমে ছিটকে গেছেন । পরে পারিবারিক কারণে মুশফিকুর রহিম। সবশেষ জানা গেল লিটন দাসও খেলতে পারবেন না অস্ট্রেলিয়া সিরিজে। এ অবস্থায় অজিদের বিপক্ষে মাঠের লড়াই শুরুর আগে বড্ড বিপাকে নির্বাচকেরা।
জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি স্কোয়াডটাই খেলবে অস্ট্রেলিয়া সিরিজে। নতুন করে স্কোয়াড ঘোষণা হবে না। তামিম, মুশফিক ও লিটন দাস ছিটকে যাওয়ায় ১৭ সদস্যে নেমে এসেছে স্কোয়াডটি।
এখন চোট বা পারিবারিক কারণে আর কোনো ক্রিকেটার ছিটকে গেলে সেটা হবে বাংলাদেশ দলের জন্য বড় ধাক্কা। কারণ বায়ো-বাবলে প্রবেশের সময় পেরিয়ে যাওয়ায় নতুন করে কোনো খেলোয়াড় স্কোয়াডে অন্তর্ভুক্তির সুযোগ নেই।
সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশার সুমনও বিষয়টি নিয়ে চিন্তিত, এখান থেকে কেউ যদি অসুস্থ হয়, কারও যদি পারিবারিক সমস্যা হয় আল্লাহ না করুক, তাহলে কিন্তু বাইরে থেকে আমরা কাউকে নিতে পারব না। জিম্বাবুয়েতে যে স্কোয়াডটা রয়েছে তাদের নিয়েই অস্ট্রেলিয়ার সঙ্গে খেলতে হবে।
সূত্রঃ আমাদের সময়