অবশেষে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল। একদিন পরেই আগামী বৃহস্পতিবার বিকালে ঢাকায় পা রাখবে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বৃহস্পতিবার বিকেল চারটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে অজিদের বহনকারী কোয়ান্টাস এয়ারওয়েজের চার্টার্ড বিমান।
ইতিমধ্যেই ক্রিকেট অস্ট্রেলিয়ার দেওয়া সকল শর্ত মেনে দিয়েছে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শর্ত অনুযায়ী বিমানবন্দরে পৌঁছে ৮ নম্বর গেট দিয়ে সরাসরি টিম হোটেল ইন্টার কন্টিনেন্টালের উদ্দেশে বাসে উঠবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এরপর হোটেলে তিনদিন কোয়ারেন্টাইনে থাকবে তারা।
একদিনের অনুশীলনের পর বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ৩ আগস্ট। পরের চারটি ম্যাচ হবে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬ টায়। - বাংলাওয়াশ ক্রিকেট