এবার ভারতীয় দলে করোনা, স্থগিত হলো দ্বিতীয় টি-টোয়েন্টি

ক্রিকেট দুনিয়া July 27, 2021 669
এবার ভারতীয় দলে করোনা, স্থগিত হলো দ্বিতীয় টি-টোয়েন্টি

শ্রীলঙ্কা ও ভারতের দ্বিতীয় টি-টোয়েন্টি হওয়ার কথা ছিল মঙ্গলবার (২৭ জুলাই) বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। কিন্তু তা স্থগিত করা হয়েছে। কারণ ভারতীয় দলে একজনের করোনা শনাক্ত হয়েছে।


ভারতের ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, স্থগিত হওয়া ম্যাচটি হবে বুধবার (২৮ জুলাই)। আর তৃতীয় ম্যাচ নেওয়া হয়েছে শুক্রবার (৩০ জুলাই)। তিন ম্যাচের সিরিজে ভারত ১-০ তে এগিয়ে।


ওয়ানডে সিরিজের আগে শ্রীলঙ্কা দলে করোনা ঢুকে পড়েছিল। ইংল্যান্ড ফেরত শ্রীলঙ্কা দলের ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ার ও সাপোর্ট স্টাফের আরেক সদস্য কোভিড পজিটিভ হলে পাঁচ দিন পিছিয়ে দেওয়া হয় ওয়ানডে সিরিজ।


এর আগে ইংল্যান্ডে অবস্থানরত ভারতীয় দলে করোনা শনাক্ত হয়েছিল। উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পান্ত পরে সুস্থ হয়ে ডারহামে দলের সঙ্গে যোগ দেন। লন্ডনে করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে ছিলেন তিনি।


বোলিং কোচ ভরত অরুণ, ঋদ্ধিমান সাহা ও অভিম ন্যু ঈশ্বরণকেও ১০ দিনের বাধ্যতামূলক আইসোলেশনে পাঠানো হয়। কারণ তারা করোনায় আক্রান্ত ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট দয়ানন্দ গরানির সংস্পর্শ ছিলেন। ক্রিকবাজ/ আমাদের সময়