২৯ জুলাই বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল। ঢাকায় এসে তিনদিনের রুম কোয়ারেন্টাইন করতে হবে তাদের। ১ আগস্ট মিরপুরে প্রথম অনুশীলনে নামবেন ওয়েড-স্টার্করা। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অনেক তারকা খেলোয়াড় বাংলাদেশ সফরের দলে নেই।
সেই তালিকায় আছেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল ও প্যাট কামিন্সের মতো ক্রিকেটার। শেষ মুহূর্তে ইনজুরির কারণে ছিটকে গেছেন অ্যারণ ফিঞ্চ। ৩ থেকে ৯ আগস্টের মধ্যে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে দুই দল।
দুই দলের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩ আগস্ট। পরের চারটি ম্যাচ হবে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। এক সপ্তাহে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। দিবারাত্রির পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। - বাংলাওয়াশ ক্রিকেট