ওপেনার পৃথ্বী শ ও মিডল অর্ডার ব্যাটসম্যান সুর্যকুমার যাদবকে ইংল্যান্ড সফরে ভারতের টেস্ট দলে ডাকা হয়েছে। ইনজুরির কারণে ছিটকে যাওয়া শুভমান গিল ও ওয়াশিংটন সুন্দরের পরিবর্তে স্কোয়াডে যোগ দেবেন তারা। এক বিবৃতিতে বিসিসিআই বিষয়টি নিশ্চিত করেছে।
পৃথ্বী ও সুর্যকুমার এখন শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি সিরিজ খেলছেন। কবে নাগাদ তারা ইংল্যান্ড সফরে যোগ দেবেন, সে বিষয়ে অবশ্য নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি ভারতীয় বোর্ডের পক্ষে।
পেসার আভেশ খান ছিলেন চারজনের রিভার্জ দলে। চোটের কারণে ছিটকে গেছেন তিনিও। অন্যদিকে অভিমন্যু ইশ্বরনকে রিজার্ভ স্কোয়াড থেকে মূল স্কোয়াডে নেওয়া হয়েছে। করোনা থেকে সেরে ওঠা রিশভ পান্তও আছেন মূল দলে।
উল্লেখ্য ইংল্যান্ড-ভারত পাঁচ ম্যাচের টেস্ট সিরিজটি শুরু হবে ৪ আগস্ট। - স্পোর্টসজোন২৪