হোটেল ইন্টারকন্টিনেন্টালে চলছে দেড়শজনের কোয়ারেন্টাইন

ক্রিকেট দুনিয়া July 26, 2021 1,268
হোটেল ইন্টারকন্টিনেন্টালে চলছে দেড়শজনের কোয়ারেন্টাইন

বাংলাদেশ সফরের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়া জুড়ে দিয়েছিল নানা শর্ত। বিমানবন্দর থেকে ইমিগ্রেশন ছাড়াই সরাসরি হোটেলে আসাসহ এই শর্তে আছে সিরিজ শুরুর ১০ দিন আগে থেকেই সংশ্লিষ্ট সবাইকে থাকতে হবে কোয়ারেন্টাইনে। শর্তানুযায়ী তাই করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ।


এ ছাড়া অস্ট্রেলিয়া ঢাকায় পা রাখার পর যতদিন তারা হোটেলে থাকবেন, ততদিন রেস্টুরেন্ট, সুইমিংপুল সাধারণ অতিথিরা ব্যবহার করতে পারবেন না। সেই শর্তানুযায়ী রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলই ভাড়া নিয়ে নিচ্ছে বিসিবি।


এই পাঁচ তারকা হোটেলে ইতিমধ্যে চলছে সিরিজ সংশ্লিষ্ট হতে শুরু করে ম্যাচ অফিসিয়ালসহ সকল স্টাফদের কোয়ারেন্টাইন। বিষয়টি নিশ্চিত করেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তার তত্ত¡াবধানে অর্থাৎ বিসিবির মেডিকেল বিভাগের অধীনে চলছে এই কোয়ারেন্টাইন প্রক্রিয়া।


দেবাশিষ চৌধুরী বলেন, অস্ট্রেলিয়ার শর্তানুযায়ী ১০ দিনের কোয়ারেন্টাইন শুরু হয়ে গেছে আরও ৪ দিন আগে। ম্যাচ অফিসিয়াল হতে শুরু করে সংশ্লিষ্ট সব স্টাফদের নিয়ে দুই দফায় কোয়ারেন্টাইন শুরু হয়। প্রথম দফায় ৮৫ জন ও পরের দফায় ৬০-৬৫ জনের কোয়ারেন্টাইন চলছে। যাদের নিয়মিত কোভিড টেস্ট করানো হবে। সব মিলিয়ে প্রায় দেড়শ জনের কোয়ারেন্টাইন চলছে।


তিনি আরও জানান, এই হোটেলের দুটি জোন তৈরি করা হয়েছে। ইস্ট জোন পুরোটা বিসিবির কর্মকর্তাদের দখলে। ৮৫টি সিঙ্গেল রুমে চলছে কোয়ারেন্টাইন। গ্রাউন্ডসম্যানদের কোয়ারেন্টাইন চলছে আলাদাভাবে।


অস্ট্রেলিয়া ঢাকায় পা রাখার পর থেকে এই হোটেল সম্পূর্ণ আইসোলেশনে থাকবে। বাইরের কোনও অতিথি ঢুকতে পারবে না। বাংলাদেশ-অস্ট্রেলিয়া টিম হোটেলের উঠলে দুই জোনই বিসিবির অধীনে চলে আসবে।


সূত্রঃ আমাদের সময়