শেষ ওয়ানডেতে জিতে দারুণ একটা আশা জাগাচ্ছিলো তরুন লংকান দল। কিন্তু তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ম ভারতের সামনে দাঁড়াতেই পারেনি স্বাগতিকরা। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে দ্বিতীয় সারির খেলোয়াড়দের নিয়ে গড়া ভারত জিতেছে ৩৮ রানের ব্যবধানে।
প্রথম টি-২০ ম্যাচে প্রথমে ব্যাটিং করে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ১৬৪ রান সংগ্রহ করে ইন্ডিয়া। জবাবে শুরুটা দুর্দান্ত হলেও সবশেষ ১২৬ রানে থেমে যায় লঙ্কানদের ইনিংস। তবে মজার বিষয় হলো, ১১১ থেকে ১২৬ এই ১৫ রান তুলনেই ৬ উইকেট হারায় শ্রীলঙ্কা।
রবিবার রাতে কলম্বোয় শুরুতে পার্থিব শাহকে হারিয়ে বিপাকে পড়লেও ঠিকই অভিজ্ঞ শিখর ধাওয়ান (৪৬) ও সূর্যকুমার যাদবের (৫০) দায়িত্বশীল ব্যাটিংয়ে ১৬৪ রান সংগ্রহ করে সফরকারীরা।
জবাবে খেলতে নেমে ২৩ রানে মিনদকে হারায় শ্রীলঙ্কা। এপর ৪৮ রানে ধনাঞ্জয়াকে হারায় সবশেষ ৫০ এবং ৯০ রানে অভিষেক ও আশেনকে হারায় লঙ্কারা। এতক্ষণ ঠিকই ছিল। তবে ১১১ রান থেকে পর পর ৬ উইকেট হারায় স্বাগতিকরা।
সূত্রঃ স্পোর্টসজোন২৪