জিম্বাবুয়ের বিপক্ষে হারতে হারতে জয় পেয়েছে বাংলাদেশ। সৌম্য সরকারের ক্যারিয়ার সেরা ৬৯ রানের ইনিংসের পর শেষ দিকে শামীমের ৩১ (১৫) রানের ইনিংসে ভর করে জয় নিয়ে মাঠ ছেড়েছে টাইগাররা।
তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ১৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের দ্বিতীয় সর্বোচ্চ রান টপকাতে বাংলাদেশকে কঠিন পরীক্ষা দিতে হলেও ৪ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় তুলে নিয়েছে শেষ পর্যন্ত।
দলের জয়ে সৌম্য, শামীম ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। খেলেন ২৮ বলে ৩৪ রানের ইনিংস।
সংক্ষিপ্ত স্কোর
টস : জিম্বাবুয়ে
জিম্বাবুয়ে : ১৯৩/৫ (২০ ওভার)
মাধেভেরে ৫৪, চাকাভা ৪৮, বার্ল ৩১* মায়ার্স ২৩
সৌম্য ১৯/২, সাকিব ২৪/১, শরিফুল ২৭/১
বাংলাদেশ : ১৯৪/৫ (২০ ওভার)
সৌম্য ৬৮, রিয়াদ ৩৪, শামীম ৩১*
মুজারাবানি ২৭/২, জংওয়ে ৪২/২
ফল : বাংলাদেশ ৫ উইকেটে জয়ী
সিরিজ : বাংলাদেশ ২-১ ব্যবধানে জয়ী।
সূত্রঃ আরটিভি অনলাইন/ বিডিক্রিকটাইম