কয়েকদিন পেছাতে পারে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

ক্রিকেট দুনিয়া July 24, 2021 809
কয়েকদিন পেছাতে পারে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

উইন্ডিজ সফরে থাকা অস্ট্রেলিয়া দলের সবাই করোনা নেগেটিভ প্রমাণিত হওয়ায় অজিদের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা কেটে গেছে। তবে জৈব সুরক্ষাবলয়ে করোনা ঢুকে যাওয়ায় ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া সিরিজ দুই দিন পিছিয়ে গেছে।


একই কারণে পিছিয়ে যেতে পারে অজিদের বাংলাদেশে আগমন। এমন একটা সম্ভাবনা আছে। তবে এমনটা হবেই যে তার কোনো নিশ্চয়তা নেই। কয়েকদিন পেছালে অবশ্য মুশফিকুর রহিমকে পাবে বাংলাদেশ।


২৯ জুলাই ঢাকা আসার কথা অজিদের। তিন দিনের কোয়ারন্টিন শেষে ৩, ৪, ৬, ৭ ও ৯ আগস্ট পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। তবে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেছেন, 'এখনো আমার সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ হয়নি। যদি এমন কিছু হয়, তাহলে সমস্যা হবে না।


অস্ট্রেলিয়া সিরিজের ব্যাপারে আমরা আশাবাদী, কারণ আমাদের খেলার পর অস্ট্রেলিয়ার কোনো সিরিজ নেই। আমাদেরও খেলা নেই। যদি দুই, তিন, চার দিন পিছিয়েও যায়, তাহলে আমাদের সিরিজে কোনো সমস্যা হবে না।'


এদিকে মা-বাবা করোনায় আক্রান্ত হওয়ায় জিম্বাবুয়ে সফরের মাঝপথে জৈব সুরক্ষা বলয় ভেঙে দেশে ফিরে এসেছেন মুশফিকুর রহিম। নিয়মানুযায়ী অস্ট্রেলিয়া সিরিজের আগে তাক ১০ দিনের কোয়ারেন্টিনে থাকতে হতো।


এমতাবস্থায় কোয়ারেন্টিন শিথিল করার ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে প্রস্তাব দিয়েছিল বিসিবি। তারা সেটা গ্রহণ করেনি। যদিই সত্যিই সিরিজটা তিন-চারদিন পিছিয়ে যায়; তবে সেটা বাংলাদেশের জন্য শাপে-বর হবে। কারণ মুশফিককে তখন পাওয়া যাবে।


সূত্রঃ কালের কন্ঠ অনলাইন