ম্যাচ হারের কারন হিসেবে যা বললেন অধিনায়ক মাহমুদউল্লাহ

ক্রিকেট দুনিয়া July 23, 2021 910
ম্যাচ হারের কারন হিসেবে যা বললেন অধিনায়ক মাহমুদউল্লাহ

জিম্বাবুয়ে সফরে প্রথম হারের স্বাদ পেল বাংলাদেশ। সফরে একমাত্র টেস্ট, তিনটি ওয়ানডেরে পর প্রথম টি-টোয়েন্টি জয়ের পর দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে স্বাগতিকদের কাছে ২৩ রানে হারলো মাহমুদউল্লাহ রিয়াদের দল। ফলে তিন ম্যাচ সিরিজে ১-১ এ সমতা হলো।


হারারেতে এদিন আগে ব্যাট করে ১৬৬ রান তোলে জিম্বাবুয়ে জবাবে ১ বল বাকি থাকতে ১৪৩ রানেই অল-আউট হয় বাংলাদেশ। আর এই হারের পর ব্যাটসম্যান ও ফিল্ডারদেরদেই দোষ দিলেন টাইগার অধিনায়ক।


ম্যাচ শেষে মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘আমরা ভালো পার্টনারশীপ গড়তে পারিনি। ফিল্ডিংয়ে আমরা কিছু সহজ চাঞ্চ মিস করেছি। যে কারণে তারা বড় জুটি গড়তে সক্ষম হয়।’


রিয়াদ আরো বলেন, ‘শরিফুল যথেষ্ট ভালো বোলিং করেছে। সে প্রাণপনে চেষ্টা করেছে ভালো কিছু করতে। যেসব দিকে আমাদের ব্যর্থতা ফুটে উঠেছে সেদিকে নজর দিতে হবে। পাশাপাশি আমাদের আরও জোরালোভাবে ফিরে আসতে হবে।’


উল্লেখ্য, আগামী ২৫ জুলাই সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।


সূত্রঃ স্পোর্টসজোন২৪