বাতিল উইন্ডিজ-অস্ট্রেলিয়া ম্যাচ, শঙ্কায় বাংলাদেশ সফর

ক্রিকেট দুনিয়া July 23, 2021 1,852
বাতিল উইন্ডিজ-অস্ট্রেলিয়া ম্যাচ, শঙ্কায় বাংলাদেশ সফর

ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইট বলছে, বাংলাদেশ সফর এখন আবার ধোঁয়াশার মধ্যে পড়ে গেলো। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ শুরুর ঠিক আগ মুহুর্তে বাতিল করা হয় ম্যাচটি।


ম্যাচ শুরু হবার মিনিট খানেক আগে ম্যাচ সংশ্লিষ্ট কারও করোনা পজিটিভ হবার খবর আসে যে কারণে ম্যাচটি বাতিল করা হয়। দুই দলের ক্রিকেটার, ম্যাচ স্টাফ, আম্পায়ারসহ কোচিং প্যানেলের সবাই কোয়ারান্টাইন মেনে চলেছে।


এমন খবরে মাঠ থেকে দ্রুত যার যার ড্রেসিংরমে ফিরে যান, এরপর হোটেলে যার যার রুমে চলে যান। সবাইকে আইসোলেটেড করা হবে এরপর আবারো করোনা পরীক্ষা করা হবে। যে পরীক্ষার উপর নির্ভর করছে বাংলাদেশ সফর।


তবে ক্রিকেট অস্ট্রেলিয়া বিশ্বাস করে, অস্ট্রেলিয়া ক্রিকেট দলের কোন সদস্য কোভিড পজিটিভ হননি। সিরিজটি পুরোপুরি বাতিল হবার আশংকা করছে ক্রিকেট অস্ট্রেলিয়া।


বাংলাদেশ সফরে আগামী সপ্তাহে আসবার কথা অজিদের৷ ৩ আগস্ট শুরু হওয়া ৫ ম্যাচের টিটুয়েন্টি সিরিজ শেষ হবে ৯ আগস্ট। সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে।


সূত্রঃ ডেইলি স্পোর্টস বিডি