টসের পর করোনার থাবায় বাতিল উইন্ডিজ-অস্ট্রেলিয়া ম্যাচ

ক্রিকেট দুনিয়া July 23, 2021 1,136
টসের পর করোনার থাবায় বাতিল উইন্ডিজ-অস্ট্রেলিয়া ম্যাচ

অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার ২২ জুলাই ম্যাচটি মাঠে অনুষ্ঠিত হবার কথা ছিল। টসও হয়ে গিয়েছিল। কিন্তু ম্যাচ শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে একজনের করোনা আক্রান্ত হওয়ার খবরে ম্যাচটি স্থগিত করা হয়।


করোনা আক্রান্তের এই ঘটনায় বায়ো বাবলের মধ্যে থাকা সকলকে আইসোলেশনে রাখা হবে। তবে যিনি আক্রান্ত হয়েছেন তিনি অস্ট্রেলিয়ার কেউ নন।


এদিকে এই আক্রান্তের ঘটনায় সিরিজ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এমনকি অস্ট্রেলিয়া পুরো সফর শেষ না করেই দেশে ফিরে আসতে পারে। শনিবার সিরিজের তৃতীয় ওয়ানডেটি মাঠে গড়ানোর কথা রয়েছে। কিন্তু এই সিরিজ ও সফর আর এগোবে কিনা সেটা এখন বিরাট প্রশ্নচিহ্ন।


যদিও সিরিজের শুরু থেকেই উভয় দলের খেলোয়াড়, কর্মকর্তা, সাপোর্টিং স্টাফ, ব্রডকাস্টের সঙ্গে জড়িত কলাকুশলী ও ধারাভাষ্যকার, ম্যাচ পরিচালনাকারী কর্মকর্তা সকলেই বায়ো বাবলের মধ্যে ছিলেন। ভালভাবেই ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সম্পন্ন হয়।


উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে আগামী ২৯ জুলাই বাংলাদেশ সফরে আসার কথা অস্ট্রেলিয়ার।


সূত্রঃ স্পোর্টসজোন২৪