বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি পরিবর্তন করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। আগামীকাল তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপরে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে টাইগারদের।
আগের সূচি অনুযায়ী প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২৩ জুলাই। কিন্তু সূচিতে কিছুটা পরিবর্তন এনেছে জিম্বাবুয়ে। ২৩ জুলাই এর পরিবর্তে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২২ জুলাই থেকে।
এরপর দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ জুলাই এবং তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫ জুলাই। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। ম্যাচটি অনুষ্ঠিত হবে জিম্বাবুয়ে সময় দুপুর ১২:৩০ মিনিটে। বাংলাদেশ সময় বিকাল ৩:৩০ মিনিটে।
সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট