আজকের ম্যাচে ভারত ও শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ

ক্রিকেট দুনিয়া July 18, 2021 654
আজকের ম্যাচে ভারত ও শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ

স্বাগতিক শ্রীলঙ্কা ও ভারতের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আজ থেকে শুরু হচ্ছে। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে সাড়ে তিনটায় মাঠে নামবে দুদল। এই সিরিজে তৃতীয় সারির দল নিয়ে খেলতে এসেছে ভারত।


বিরাট কোহলি-রোহিত শর্মারা ইংল্যান্ডে রয়েছেন আরেকটি ভিন্ন সিরিজ খেলতে। অন্যদিকে, এই সিরিজে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেবেন দাসুন শানাকা। কাঁধের চোটের জন্য দল থেকে বাদ পড়েছেন পেরেরা।


ইংল্যান্ডে জৈব সুরক্ষা বলয় ভাঙার অপরাধে এই সিরিজ থেকে বাদ পড়েছেন কুশল মেন্ডিস, নিরোশান ডিকওয়েলা এবং দানুশকা গুনতিলকা।


আজকের সম্ভাব্য একাদশ:


ভারত: শিখর ধাওয়ান (অধিনায়ক), পৃ্থ্বী শ, মানিশ পাণ্ডে, সুর্যকুমার যাদব, ইশান কিশান, হার্দিক পাণ্ডিয়া, ক্রনাল পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার, কুলদ্বীপ যাদব, চেতান শাকারিয়া ও যুযভেন্দ্র চাহাল।


শ্রীলঙ্কা: আভিস্কা ফরনান্ডু, মিনড ভানুকা, পাথুম নিশাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, ভানুকা রাজাপাক্ষে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দাসুন শানাকা, চামিকা করুনারত্নে, আকিলা ধনঞ্জয়া, দুশমান্থা চামিরা ও লাকশান সান্দাকান।


সূত্রঃ কালের কন্ঠ অনলাইন