রেকর্ড গড়ে ইংল্যান্ডকে হারালো আনপ্রেডিক্টেবল পাকিস্তান

ক্রিকেট দুনিয়া July 17, 2021 1,345
রেকর্ড গড়ে ইংল্যান্ডকে হারালো আনপ্রেডিক্টেবল পাকিস্তান

আনপ্রেডিক্টেবল শব্দটা যদি ইংরেজি ভাষা থেকে আসে তবে সেই শব্দটাকে শৈল্পিক পর্যায়ে নিয়ে গেছে পাকিস্তান। ওয়ানডে সিরিজে দ্বিতীয় সারির দলের কাছে হোয়াইট ওয়াশ হবার পরে ইংল্যান্ডের পূর্ণ শক্তির দলকে হারিয়ে দিল বাবর আজমরা। ঝাঁকে ঝাঁকে ধেয়ে এসেছে সমালোচনার তির এড়িয়ে এই জয় ‘আনপ্রেডিক্টেবল’-এর অনন্য উদাহরণই।


নটিংহ্যামে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে টি-টোয়েন্টি’র ইতিহাসে নিজেদের সর্বোচ্চ রানের দলীয় ইনিংস গড়ে তোলে সফরকারী পাকিস্তান। টসে জিতে প্রথমেই উড়ন্ত সূচনা পায় বাবর-রিজওয়ান জুটি। দুজন মিলে স্কোরবোর্ডে তোলেন ১৫০ রান। ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন উভয়েই।


রিজওয়ান ৪১ বলে ৬৩ রান করে আউট হন। শেষ ওয়ানডেতে শতক করা বাবর এদিন হাতছাড়া করেছেন টি-টোয়েন্টি শতক। খুব কাছে গিয়েও ছুঁয়ে দেখা হয়নি তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগার। তিনি আউট হয়েছেন ব্যক্তিগত ৮৫ রানের মাথায়। ৪৯ বলের ইনিংসে ছিল ৮টি চার ও ৩টি ছক্কার মার।


শেষের দিকে শোয়েব মাকসুদের ৭ বলে ১৯, ফখর জামানের ৮ বলে ২৬, হাফিজের ১০ বলে ২৪ রানে ভর করে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে মাত্র ৬ উইকেট হারিয়ে ২৩২ রান করে। যেটি তাদের দলীয় সর্বোচ্চ রানের ইনিংস। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০৫ রান ছিল পাকিদের সর্বোচ্চ রানের ইনিংস।


জবাবে শুরু থেকেই কোনঠাসা হয়ে পড়ে ইংল্যান্ড। দলীয় ৪৮ রানে পাওয়ার প্লের মাঝে মালান(১), জনি বেয়ারস্টো (১১), মঈন আলীর(১) উইকেট হারায় স্বাগতিকরা। ইংল্যান্ডকে আশা দেখান জেসন রয়কে নিয়ে শতক হাকানো লিয়াম লিভিংস্টোন। মাত্র ৪৩ বলে ১০৩ করেন এই ডান-হাতি ব্যাটার। রয় আউট হন ৩২ রানে।


শেষের দিকে মরগান ১৬, লুইস গ্রেগরি ১০, উইলি ১৬ রানে আউট হবার পর সবকটি উইকেট হারায় ইংলিশরা। ফলে ৩১ রানে ম্যাচ জিতে নেয় পাকিস্তান। বল হাতে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন শাহীন শাহ আফ্রিদি। ৩ উইকেট পেয়েছেন শাদাব খানও।


সূত্রঃ ডেইলি স্পোর্টস বিডি